গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বাল্ল্যা গ্রাম যুব সমাজের আয়োজনে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হামিদুল ইসলাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাখাহার ইউনিয়নের বাল্ল্যা গ্রামের বানিহারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্বে করেন দেলোয়ার হোসেন। এতে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন গুমানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলী সেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক মিয়া, হরিরামপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহব্বায়ক দিবাশীষ পোদ্দার, শাখাহার ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জাকারিয়া প্রধান, জেলা যুবলীগ নেতা সুমন কায়সার, ছাত্রলীগ নেতা সোহাগ, বানিহালি আদিবাসি চেয়ারম্যান নগেন প্রমুখ। কমী সভায় উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ ছাড়াও এলাকার আদিবাসি সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।